দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে এক অভিযানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তরুণের নাম মাতিন দাবায়া (২০)।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮ টার দিকে ১৫টির বেশি সাঁজোয়া যানে ইসরায়েলি সেনারা হানা দেয়। এ সময় ফিলিস্তিনি তরুণদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। ইহুদি বাহিনী মাতিনের মাথায় গুলি করে।
জেনিনের সরকারি হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে আব্দুল্লাহ আল আহমাদ (৪০) নামে একজন চিকিৎসক গুরুতর আহত হন। বর্তমান তার অবস্থা সংকটজনক।
চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত ইসরায়েলি বাহিনী ১১৭ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।