দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের আক্রমণে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে ব্যাপক সংখ্যক ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য নাবলুসে হানা দিয়ে তাণ্ডব চালায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ছিলেন। নিহতরা হলেন আলি খালেদ অন্তর (২৬), মিশাল বাগদাদি (২৭), ওয়াদি সোবাইহ হাউহ (৩১), হামিদ সোবেইহ রামজি (৩০) এবং হামাদি মোহাম্মেদ শরফ (৩৫)।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংসতা বাড়িয়েছে ইসরায়েল। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদি বাহিনী। হত্যাকাণ্ডের প্রতিবাদে গত সপ্তাহে ধর্মঘট পালন করেছে ফিলিস্তিনি বিভিন্ন সংস্থা।