পরীক্ষায় নকল করা নিয়ে বিবাদে প্রাণ গেল দশম শ্রেণীর এক ছাত্রের, আহত হয়েছেন আরও দুজন।ভারতের বিহারে ঘটেছে এই মর্মান্তিক ঘোষণা। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ম্যাট্রিক পরীক্ষায় নকল করার অভিযোগ ওঠে একজনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপ বিবাদে জড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবারও মুখোমুখি অবস্থান নেয় তারা।
দুই গ্রুপের সংঘর্ষে গুলিও চালানো হয়। মোট তিনজন গুলিবিদ্ধ হন তখন। একজনের পায়ে ও আরেকজনের পিঠে গুলি লাগে। আর একজন মারা যান।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা মরদেহ হেফাজতে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
এনডিটিভি জানিয়েছে, সেখানে পরিস্থিতি এখনো থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানেও প্রচুর পুলিশ অবস্থান করছে।
গুলিবিদ্ধ হয়ে ছাত্রটি মারা যাওয়া পর গ্রামবাসী ও তার পরিবারের সদস্যরা রাজপথে নেমে আসে। তারা মহাসড়ক আটকে রাখারও হুমকি দেয়। তবে পুলিশ কর্মকর্তারা কথা বলে তাদের শান্ত করেছেন বলে জানিয়েছে পিটিআই।