জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক ইরানের বহুল আলোচিত পরমাণু কার্যক্রমে নজরদারি করা দুটি ক্যামেরা বন্ধ করে দিয়েছে তেহরান।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ক্যামেরা ইরানের একটি পরমাণুবিষয়ক কেন্দ্র পর্যবেক্ষণ করত।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল বুধবার এই তথ্য জানানো হয়। তবে ঠিক কোন স্থাপনায় এই ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
চলতি সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক সংস্থা আইএইএর সভায় ইরানের উপস্থিতি নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার মধ্যে তেহরান এই পদক্ষেপ নিল। এ নিয়ে আইএইএ তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সমঝোতা চুক্তি হয়। এতে ইরানের কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল। কিন্তু চুক্তির অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্র ট্রাম্প সরকারের সময় ২০১৮ সালে নিজেদের এ থেকে প্রত্যাহার করে নেয়। পরিণতিতে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। পরে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন চুক্তিতে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। তবে দীর্ঘ আলোচনার পরও পাশ্চাত্যের সঙ্গে চুক্তি আবার চালু করার বিষয়টি গত মার্চে ভেস্তে যায়।