পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। সোমবার নেপালের কাঠমান্ডু থেকে ১১৪ কিলোমিটার পূর্বে সিন্ধুপালচকের পানফুং এলাকায় ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
ন্যাশনাল সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছেন দ্য ইকোনমিক টাইমস।
কর্মকর্তারা বলেন, ‘আজ (সোমবার) জোড়া ভূমিকম্পের আঘাত হানে। প্রথম কম্পন স্থানীয় সময় দুপুর ১ টা ৪৬ মিনিটে অনুভূত হয় এবং দ্বিতীয় কম্পনও একই স্থানে দুপুর ১ টা ৫৬ মিনিটে অনুভূত হয়।’
‘রিখটার স্কেলে দুই ভূমিকম্পেরই মাত্রা ছিল ৪ দশমিক ৭। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি’,- বলেন তারা।