পরপর দু’টি গ্রামে ঢুকে হামলা চালালো একটি ভাল্লুক। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার সিওনি ও সিহর গ্রামে। এতে আহত হয়েছেন চার গ্রামবাসী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের আলো ফুটতেই প্রথমে সিওনি গ্রামে ঢুকে পড়ে একটি ভাল্লুক। প্রাণীটিকে দেখার পরই গ্রামে আতঙ্ক ছড়ায়। সেই সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন। তাদের ওপর হামলা চালায় ভাল্লুকটি। কয়েকজন প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলেও দু’জন আহত হয়েছেন।
সিওনি গ্রামে হামলা চালানোর পর এটি পাশের গ্রামে ঢোকে। সেখানেও আরও দু’জনের উপর হামলা চালায়।
পুলিশের তথ্যানুযায়ী আহতরা হলেন, অজয় আদাচি, জঙ্গল আদাচি, মুন্নি আদাচি ও তামবাজি বারাসকর। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ভাল্লুকের হামলার খবর পেয়ে বেতুল বনদপ্তর থেকে একটি দল ভাল্লুকটিকে ধরার জন্য ওই দুই গ্রামে পৌঁছেছে। ভালুকটিকে ধরে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।