নিরাপত্তার দোহায় দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে স্থল, আকাশ এবং নৌপথে ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী।
ইউক্রেনের বাহিনীও প্রতিরোধ শুরু করেছে। রুশ বাহিনী ঠেকাতে তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইভানকিভ শহরে তাতারিভ নদীর ওপর নির্মিত একটি ব্রিজ উড়িয়ে দিয়েছেন। শহরটি রাজধানী শহর কিয়েভ থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা যাতে রাজধানীর দিকে অগ্রসর না হতে পারে তার জন্য তারা ব্রিজ উড়িয়ে দিয়েছেন।
ব্রিজ ধ্বংস করে প্রাথমিকভাবে ভালো ফলাফলও পেয়েছে ইউক্রেন বাহিনী। তারা বলছে, এর মাধ্যমে রাশিয়ার বাহিনীর রাজধানীর দিকে অগ্রযাত্রা থেমে গেছে।