নিউজিল্যান্ডের অকল্যান্ডে বেশ কয়েকটি চাইনিজ রেস্তোরাঁয় এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন একটি রেস্তোরাঁ থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছে। পরে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টায় একটি লোক রেস্তোরাঁয় প্রবেশ করে লোকজনের ওপর আঘাত করতে শুরু করে।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর হাতে বিভিন্ন অস্ত্র ছিল। এগুলোর মধ্যে ‘হাতুড়ির মতো বস্তুও’ ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি এবং তার বয়স গোপন রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটিকে জাতিগত হামলার উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে না। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।