ব্রিটেনে এক নার্সের বিরুদ্ধে সাতটি শিশুকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৫টি ছেলে শিশু ও দুটি কন্যা শিশু রয়েছে। অভিযুক্ত ওই নার্সের নাম লুসি লেটবি (৩২)।
আরও ১০টি শিশুকে লুসি নামের ওই নার্স হত্যার চেষ্টা চালিয়েছেন। শুধু তাই নয়, কোনো কোনো শিশুকে হত্যা করতে তিনি একাধিকবার চেষ্টা চালিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লুসি ইংল্যান্ডের চেস্টারে কাউন্টেস অব চেস্টার হাসপাতালে নিউনাটাল ইউনিটে কর্মরত ছিলেন। সেখানেই এমন ঘটনা ঘটিয়েছিলেন লুসি।
বিবিসি জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এ ঘটনা ঘটে। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে এ নিয়ে শুনানি চলছে। লুসি তার বিরুদ্ধে আনীত ২২টি অভিযোগ অস্বীকার করেছেন।