ভারত কি আবার লকডাউন এর পথে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন আজ বিকেল চারটের সময়। ওই বৈঠকে দেশের ওমিক্রন সমস্যা নিয়ে আলোচনা হবে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটও আলোচ্যসূচিতে থাকছে। ওমিক্রন সংক্রমনে দীর্ণ দেশে ভোট পিছানো যায় কিনা তাই নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে ওমিক্রন মোকাবিলার পথ নিয়ে।
দীর্ঘ লকডাউন এর পর দেশের অর্থনীতি সবে ঘুরে দাঁড়াতে আরম্ভ করেছে। এখন লকডাউন হলে অর্থনীতির মাজা যে ভেঙে যাবে তা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু, প্রাণ বাঁচাতে লকডাউন জরুরি হলে তা লাগু করতে দ্বিধা করা হবেনা বলেই মোদি ঘনিষ্ঠরা মনে করছেন।