English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

নরেন্দ্র মোদি আমার দেখা সবচেয়ে গণতান্ত্রিক নেতা: অমিত শাহ

- Advertisements -

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একনায়ক নন, বরং তিনি একজন বড় গণতান্ত্রিক নেতা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই দাবি করেছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সংসদ টিভিতে একটি সাক্ষাত্কারের সময় অমিত শাহকে নরেন্দ্র মোদির ‘একনায়ক’ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, নরেন্দ্র মোদি একনায়ক নন, তিনি আমার দেখা সব থেকে গণতান্ত্রিক নেতা।

তিনি বলেন, আমি তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছি। তার মতো শ্রোতা আমি এর আগে কখনো দেখিনি। যে বিষয়েই বৈঠক হোক না কেন তিনি ধৈর্যসহকারে সবার কথা শোনেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন। তাই তিনি যে একনায়ক, এই অভিযোগের কোনো সত্যতা নেই।

অমিত শাহ আরো বলেন, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রিসভা পরিচালনা করেন। একটি ফোরামে যা আলোচনা করা হয় তা জনসমক্ষে প্রকাশ হয় না। তাই একটি ভুল ধারণা তৈরি হয়েছে যে তিনি সব সিদ্ধান্ত একা নেন, কিন্তু তা সত্যি নয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন