ভারতের লখনউতে এবার পুলিশ গ্রেফতার করল অভিনেতা সালমান খানের মতো দেখতে আজম আনসারিকে। গত ৮ মে ৩৪ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে ঠাকুরগঞ্জ থানার পুলিশ। পুলিশ বলেছে, ব্যস্ত রাস্তায় মোবাইলে ভিডিও বানাতে গিয়ে আজম যানজটের সৃষ্টি করেছেন। একই সঙ্গে নষ্ট করেছেন সেই অঞ্চলের শান্তি-শৃঙ্খলাও।
জানা গেছে, আজম আনসারি সালমান খানের ভক্ত। আর তাই সালমানের নাচ, হাঁটা, কথা বলা, অভিনয়, স্টাইল সবই কপি করেন। তাকে উত্তরপ্রদেশের সালমান খান বলা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ‘নকল’ সালমান খানের রয়েছে অগণিত অনুসারী।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানা গেছে, রোববার লখনৌ শহরের বিখ্যাত ক্লক টাওয়ারের কাছের ব্যস্ত রাস্তায় খালি গায়ে রিল ভিডিও বানাচ্ছিলেন আজম আনসারি। দেখতে ও চলনে সালমান খানের মতো হওয়ায় তাকে দেখতে সেখানে বেশ কিছু লোক ভিড় করে। ফলে ওই এলাকায় প্রচণ্ড ট্রাফিক জ্যামের তৈরি হয়। পরে ঠাকুরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বলিউড হাঙ্গামা সূত্রের খবর, রাস্তায় ভিডিও করার সময় ট্রাফিক জ্যাম তৈরি হওয়ায় কিছু যাত্রী পুলিশকে অভিযোগ করেন। এরপর পুলিশ আনসারির বিরুদ্ধে ১৫১ ধারায় শান্তি ভঙের অভিযোগে গ্রেফতার করেন। উল্লেখ্য, ইউটিউবেও আজম আনসারির অনুসারীর সংখ্যা ১,৬৭,০০০ এর অধিক। তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা রিল ভিডিওতেও লাখ লাখ ভিউ।
টিকটক তারকারা তারকা নামের মুল্য কমিয়ে দিচ্ছে