ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণের সময় টুইটারে পুরাতন ইন্টার্নদের ছবি শেয়ার করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরইমধ্যে একটি ছবি নিয়ে শুরু হয়েছে ট্রোল। ভারতীয় হিন্দু ধর্মালম্বী এক নারীর ছবিকে ঘিরে তৈরি হয়েছে পাল্টা পাল্টা আলোচনা সমালোচনা।
ছবিতে ভারতীয় ওই নারী চেয়ারে বসে আছে, তার পরিহিত পোশাকে নাসার লোগো। সেই সাথে পিছনে রাখা ল্যাপটপেও নাসার লোগো। তবে তার পিছনে রয়েছে হিন্দু ধর্মের দেব-দেবীর একাধিক মূর্তি। নাসার হয়ে কাজ করেও ধর্মের প্রতি এত অনুরাগী সেই জের ধরেই শুরু হয়েছে ট্রোল। এ থেকে বোঝা যায়, নাসা এমন কাউকে তাদের সংস্থায় কাজ করার আমন্ত্রণ জানায় না যারা বৈজ্ঞানিক সংস্থায় কাজ করার পরেও ঈশ্বরকে মন প্রাণ থেকে বিশ্বাস করে।
ভারতীয় ওই নারীর কর্মক্ষেত্রে দেব দেবীর মূর্তি থাকায় নাসার অভিযোগকে অনেকেই উপহাস করেছেন। তাদের মতে, হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে নাসায় কাজ করা সম্পূর্ণ ঠিক আছে। অনেকেই বলেছেন, মেয়েটি তার শিকড়কে ভুলে যায়নি বরং গর্ববোধ করছে যা ইতিবাচক দিক।