English

24 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
- Advertisement -

ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

- Advertisements -

ধনী দেশগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ দেয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসাস। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে শত কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও ধনী দেশগুলো এর ১৫ শতাংশেরও কম ডোজ পাঠিয়েছে। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বললেও দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত টিকা না থাকায় চলতি বছরজুড়েই বুস্টার ডোজ না দেয়ার আহ্বান জানান তিনি।

সেপ্টেম্বর মাসে প্রত্যেক দেশের অন্তত ১০ শতাংশ নাগরিক আর চলতি বছরে অন্তত ৪০ শতাংশ মানুষের টিকা নিশ্চিতের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলোর ব্যবহারের পর অবশিষ্ট ডোজ নিয়েই দরিদ্র দেশগুলো সন্তুষ্ট থাকবে, টিকার সরবরাহ নিয়ন্ত্রণকারীদের এমন মনোভাবের নিন্দা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সম্পূর্ণ সুস্থ মানুষদের ব্যাপক হারে বুস্টারডোজ দেয়ারও সমালোচনা করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন