ভারতের উড়িষ্যা রাজ্যের সিমিলিপাল জাতীয় উদ্যানে বিরল একটি কালো রঙের বাঘ দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দার টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে। বিরল এ বাঘের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নজর কেড়েছে।
সাদা বা সোনালি রঙের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা চেহারার বাঘ একেবারে বিরল। ভারতে আজ পর্যন্ত শুধু সিমিলিপালেই এ বাঘটি প্রথমবারের মতো দেখা গেছে।