ভারতের দিল্লী বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করলো দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লীতে সংবাদ সম্মেলন করে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।
দিল্লী বিধানসভায় মোট আসন সংখ্যা ৭০। একটি মাত্র দফাতেই আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। গণনা আগামী ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পর্কিত যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
দিল্লিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৫৫ লাখ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে ১৩,০৩৩ ভোট গ্রহণ খোলা হবে।
দিল্লী বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ফলে নতুন হাউস গঠনের জন্য তার আগেই নির্বাচন করাতে হতো।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই গোটা দিল্লীতে নির্বাচনী আচরণ বিধি (মডেল কোড অফ কন্ডাক্ট) কার্যকর হয়ে গেল। নির্বাচন কমিশনার জানিয়েছেন এবারে দিল্লীতে ২ লাখের কিছু বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বয়স্ক ও শারীরিকভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটারা চাইলে বাড়িতেও যাতে ভোট দিতে পারেন তারও ব্যবস্থা থাকবে।
দিল্লীতে মূলত ত্রিমুখী নির্বাচন হবে। ক্ষমতাসীন দল ‘আম আদমি পার্টি’ (আপ) ছাড়াও নির্বাচনী লড়াইয়ের ময়দানে থাকবে বিজেপি ও কংগ্রেস। এবারের নির্বাচনে আপের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা।
অন্যদিকে এই দুর্নীতি এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই ২৬ বছর পর দিল্লিতে সরকার গঠনের প্রত্যাশা রয়েছে বিজেপির। গত দুইটি বিধানসভার নির্বাচনে বিজেপির আসন সংখ্যা এক অঙ্কের সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার একেবারে শুরু থেকেই নির্বাচনী প্রচারণার ময়দানে বিজেপির শীর্ষ নেতারা। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মতো হেভিওয়েট নেতাদের।
আবার দীর্ঘ ১৫ বছর দিল্লিতে ক্ষমতায় থাকা কংগ্রেসও নতুন উদ্যমে শুরু করতে চায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সাথে জোট করে কংগ্রেস নির্বাচনে লড়াই করলেও আসন্ন বিধানসভার নির্বাচনে এককভাবে লড়তে চায় দেশটির শতাব্দী প্রাচীন এই দলটি।
নির্বাচনী দিন ঘোষণার পরই বিজেপি, আপসহ শীর্ষ রাজনৈতিক দলগুলির তরফে তাদের দলীয় কর্মী সমর্থকদের পুরো শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে।
দিল্লী বিধানসভার পাশাপাশি আগামী ৫ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মিল্কিপুর এবং তামিলনাড়ুর ইরোড (পূর্ব) বিধানসভা কেন্দ্র দুইটিতেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।