করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দিল্লিতে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৭ ভাগই শিশু। শনিবার (১৬ এপ্রিল) দেশটির কোভিড-১৯ এর সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালগুলোতে ৫১ জন করোনা রোগী ভর্তি আছেন; যার মধ্যে ১৪ জনই শিশু। এর মধ্যে একটি হাসপাতালেই ১২ জন শিশু ভর্তি আছে। বাকিরা অন্য দুটিতে।
যদিও চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর অন্যান্য অসুস্থতা রয়েছে।
শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের উপস্থিতি বড়দের থেকে আলাদা দাবি করে চিকিৎকরা বলছেন, ছোট বাচ্চাদের মধ্যে প্রাথমিক লক্ষণ হল বমি, উচ্চ জ্বর ও ডায়রিয়া। এ ছাড়া আরেকটু বেশি বয়সের বাচ্চারা প্রায়ই ক্রমাগত মাথাব্যথার অভিযোগ করে। সাধারণত শিশুদের কোভিড সংক্রমণ গুরুতর অসুস্থতার কারণ হয় না। বেশিরভাগই বাড়িতে সুস্থ হয়ে যায়।
এদিকে, দিল্লিতে শুক্রবার (১৫ এপ্রিল) ৩৬৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। যা আগের দিনের (৩২৫) চেয়ে বেড়েছে এবং গত ৪৭ দিনের (২৭ ফেব্রুয়ারি থেকে) মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া বৃহস্পতিবার নমুনা পরীক্ষা ১০ হাজারের নিচে নেমে যাওয়ায় দৈনিক শনাক্তের হার বেড়েছে ৩.৯৫ শতাংশ।