English

17 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

দিল্লিতে বিজেপির জয়ের পর আপকে কটাক্ষ প্রিয়াঙ্কার

- Advertisements -

মাত্র ১০ বছরেই মোহভঙ্গ দিল্লিবাসীর, ২৭ বছর পর দিল্লির দখল নিতে চলেছে বিজেপি। হ্যাটট্রিক করতে পারলো না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। এই হিসেবে ভারতের রাজধানীতেও এবার আসতে চলেছে ডবল ইঞ্জিন সরকার। দিল্লি ভোটের এই ফলাফল প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী নিজের দল নিয়ে মন্তব্য করলেন না। নিশানা করলেন আপকেই।

শনিবার সকালে ভোটের ফল নিয়ে প্রথমে যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রিয়ঙ্কা তখন বলেছিলেন, তিনি কিছুই জানেন না কী হচ্ছে। তবে এখন বিষয়টি পুরোপুরি স্পষ্ট হতেই ভোটের ফলের দায় সম্পূর্ণ কেজরিওয়ালের দলের ওপর চাপালেন তিনি। কংগ্রেস সাংসদের কথায়, দিল্লির মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। যে সরকার চলছিল তাদের কাজে তারা বিরক্ত।

কেরালা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘দিল্লির মানুষ আপকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। যা চলছিল তা সহ্য হচ্ছিল না তাদের। তাই বদলের জন্যই তারা ভোট দিয়েছেন। যারা জিতেছেন তাদেরকে শুভেচ্ছা।’ যদিও নিজের দলের হতাশাজনক ফল নিয়ে প্রত্যক্ষভাবে কোনও মন্তব্য না করেননি প্রিয়াঙ্কা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন