জার্মানির দক্ষিণাঞ্চলে বিশেষ করে বাভারিয়া রাজ্যে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে আকাশ ও রেল পথ।
বন্ধ করে দেওয়া হয়েছে আঞ্চলিক গুরুত্বপূর্ণ কেন্দ্র মিউনিখ বিমানবন্দর। এটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এয়ার ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই বিমানবন্দরে যাত্রীদের যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী দিনে ভ্রমণের জন্য নির্দিষ্ট ফ্লাইটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
জার্মান এয়ারলাইন লুফথানসা মিউনিখ বিমানবন্দর বন্ধ করার নক-অন প্রভাব উল্লেখ করে জনিয়েছে, ফ্রাঙ্কফুর্টের একটিসহ জার্মানির অন্যান্য অনেক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন সীমিত করা হয়েছে।
এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজধানী মিউনিখের প্রধান রেলস্টেশনের সঙ্গে বাভারিয়ার রেল সেবাও ব্যাহত হচ্ছে।
মূলত দক্ষিণ জার্মানির আঞ্চলিক ও দূরবর্তী সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অস্ট্রেয়িার শহরের সঙ্গেও সরাসরি যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।