বড় শক্তির ‘দাবার গুঁটি’ না হতে দক্ষিণ এশিয়া তথা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
ভূরাজনৈতিক কারণে এই অঞ্চল পুনর্গঠনের ঝুঁকির মধ্যে আছে সতর্ক করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলের অনেক দেশ ‘পক্ষাবলম্বনের চাপের মধ্যে রয়েছে’। কিন্তু ভূরাজনৈতিক হিসেব-নিকেশ থেকে থেকে এই অঞ্চলকে আলাদা থাকা উচিত। এ সময় তিনি বলেন, আমাদের অঞ্চলের ভবিষ্যত আমাদের হাতেই রাখা উচিত বৃহৎ শক্তির দাবার গুঁটি হওয়া উচিত নয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান। এর সদস্যগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশগুলো বৃহৎ শক্তির ভূরাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে অবস্থান করছে। দেশগুলোর কৌশলগত গুরুত্ব রয়েছে যা কারণে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের মাঝখানে পড়েছে তারা।