দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশ কোয়াজুলু-নাতালে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার এক বিবৃতিতে, প্রাদেশিক সরকার এই মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মৃত্যু আরও বাড়তে পারে।
সোমবার রাতে শুরু হওয়া বৃষ্টি জনবসতি প্লাবিত করেছে, বাড়িঘর ধ্বংস করেছে, রাস্তা ভেসে গেছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাতের মাত্রা গত ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে নজিরহীন। এতে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে, সেইসঙ্গে অন্তত ২৪৮টি বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।