English

32 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণ, নিহত ৯

- Advertisements -

থাইল্যান্ডের একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে বিস্ফোরণটি হয়। ভবনের নির্মাণ কাজের সময় ওয়েল্ডিংয়ের কারণে এটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন বলেছেন, সুংগাই কোলোকে আতশবাজি রাখার একটি গুদাম আজ বিকেলে বিস্ফোরিত হয়েছে, এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ১১৫।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে। স্টিল ওয়েল্ডিংয়ের সময়ে একটি কারিগরী ত্রুটি ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, আকাশে বিশাল কালো ধোঁয়া উড়ছে। অসংখ্য দোকান, বাড়ি ও যানবাহন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও আগুনও লেগেছে।

থাই পিবিএসের রিপোর্টের বলা হয়, এই বিস্ফোরণে ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি শহরেও এর প্রভাব গেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাজারের সবগুলো দোকান ক্ষতিগ্রস্ত। রাস্তায় অনেক কাচের টুকরো পরে আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন