ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। তবে যুদ্ধের স্রোত পরিবর্তন হচ্ছে। চলমান যুদ্ধে কারা বিজয়ী হবে সেটা স্পষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্যে (রেকর্ডেড) ইউক্রেনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৪০ দশকের গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ডের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘তৃতীয় বিশ্ব যুদ্ধ’ হবে না। এটা ট্রিলজি নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বের এই ধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে এর আগেও ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে সমর্থন আদায়ে বক্তব্য দিয়েছেন।