English

23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

তুষার নয়, তুলা! চীনে পর্যটকদের সঙ্গে অভিনব প্রতারণা

- Advertisements -

শীতের সৌন্দর্যের জন্য বিখ্যাত চীনের সিচুয়ান প্রদেশের একটি পর্যটন গ্রাম এবার এক অভিনব প্রতারণার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে তুলা ও সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের এই পর্যটন গ্রামে শীতকালে ব্যাপক তুষারপাত হয়ে থাকে। কিন্তু এবছর প্রকৃত বরফ না পড়ায়, লুনার নববর্ষের ছুটির সময় (জানুয়ারির শেষের দিকে) গ্রামটিকে কৃত্রিমভাবে ‘তুষার ঢাকা’ দেখানোর চেষ্টা করা হয়।

তবে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে পর্যটকদের অভিযোগের মাধ্যমে। এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ❝আমি প্রতারিত বোধ করছি। আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে!❞

আরেকজন মন্তব্য করেছেন—❝বর্তমান ডিজিটাল যুগে পর্যটন কেন্দ্রগুলোর অবশ্যই সততা বজায় রাখা উচিত। মিথ্যা প্রচারণা করলে শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।❞

তুলার আস্তরণে ঢাকা ‘স্নো ভিলেজ’
চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, তুলার স্তর দিয়ে গ্রামটির বাড়িঘরের ছাদ ও বন ঢেকে দেওয়া হয়েছে, যা প্রথম দেখায় ঘন তুষারের মতো মনে হয়। কিন্তু পরে এটি পর্যটকদের কাছে ধরা পড়ে, এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়।

স্নো ভিলেজের ব্যবস্থাপনা অফিসের এক কর্মী স্বীকার করেছেন, জনরোষের কারণে কৃত্রিম বরফ সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন—
❝আগে প্রতি শীতেই এখানে তুষারপাত হতো। তাই এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে এবছর আবহাওয়া আমাদের সহায় ছিল না।❞

পর্যটকদের অভিযোগের ভিত্তিতে চেংদু স্নো ভিলেজ কর্তৃপক্ষ একটি বিবৃতি দেয়। তারা জানায়—❝তুষারাবৃত পরিবেশ তৈরির জন্য তুলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু এটি প্রত্যাশিত ফল দেয়নি এবং পর্যটকদের মনে খারাপ প্রভাব ফেলেছে। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি।❞

পর্যটকদের ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ পর্যটকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে এমন প্রতারণা প্রথম নয়!
জানা গেছে, পর্যটকদের সঙ্গে এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে, শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়াতে সেখানে পাইপ ব্যবহার করা হয়েছিল!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন