জাপানের বাসিন্দা চিসাতো। কর্মসূত্রে জাপানে আসা তুর্কি তরুণ ওয়টন তুর্কমেনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে তাদের সম্পর্ক প্রণয় পর্যন্ত গড়ায়। অতঃপর বিয়ে হয় তাদের।
অনুষ্ঠানে কোতাহিয়ার প্রদেশের সহকারী মুফতি ফয়জুল্লাহ কোজাক তাকে কালেমা শাহাদাত পাঠ করান। এ সময় তাকে জাপানি ভাষায় অনূদিত পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। চিসাতোর নতুন নাম রাখা হয় ‘জিনান’।
ওয়টন তুর্কমেন বলেন, ‘আমার ও পরিবারের অন্য সদস্যদের নামাজ দেখে মুগ্ধ হয় আমার স্ত্রী। এর পর থেকে সে ইসলামের বিভিন্ন ইবাদত ও সামাজিক শিষ্টাচার নিয়ে গভীর অধ্যয়ন শুরু করে। এরপর স্বেচ্ছায় মুসলিম হিসেবে পথচলা শুরু করে সে। ’