English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার

- Advertisements -

তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তুরস্কের নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছেডেইলি সাবাহ।

এ ছাড়া বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে।

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রেক্সহেপি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন। মোসাদের নির্দেশে তিনি ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছিলেন। তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তর এবং সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের এই এজেন্ট।

জানা গেছে, রেক্সহেপিকে অনেক দিন থেকেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। তারা রেক্সহেপিকের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন সহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিলেন। গোয়েন্দারা তদন্তে নিশ্চিত হয়েছেন যে তিনি তুরস্কে মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হস্তান্তর করেছেন। ২৫ই আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকেই গোয়েন্দারা তাকে কড়া নজরদারিতে রেখেছিলেন।

পরে ৩০ আগস্ট মোসাদের এই এজেন্টকে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। তুর্কি গোয়েন্দারা জানিয়েছে, মোসাদ পূর্ব ইউরোপের দেশগুলো থেকে কসোভোর মাধ্যমে তুরস্কে স্থানীয় মোসাদ এজেন্টের অর্থায়ন করেছে। তদন্তে দেখা গেছে কসোভো থেকে অর্থ ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সিরিয়ায় স্থানান্তর করা হয়েছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন