ভারতে কেদারনাথ যাওয়ার পথে তীর্থযাত্রীসহ ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। এ ঘটনায় ওই হেলিকপ্টারের দুই পাইলটসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করেছিল হেলিকপ্টারটি। কেদারনাথে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর এনডিটিভির।
খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে তারা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও দেখা যাচ্ছে দুর্ঘটনার পর ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দুর্গম খাদে গিয়ে পড়া হেলিকপ্টারের ৬ আরোহীর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
তবে, মৃতরা কোথা থেকে এসেছিলেন, কোন রাজ্যের বাসিন্দা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।