পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুলে আগামী ২৬ জুন পর্যন্ত ছুটি থাকবে। সোমবার (১৩ জুন) রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে।
সম্প্রতি তীব্র গরম ও আর্দ্রতাজনিত কারণে রাজ্যে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলোকেও ছুটি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।