কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকা পালন করতে হবে।
ব্যারিস্টার গোহর খান আরও বলেন, নওয়াজ শরীফ আম্পায়ার নিয়ে খেলেন, এবার আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। আদিয়ালা কারাগারে শাহ মাহমুদের সেক্রেটারি থেকে তার মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে।