তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ১৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানিয়েছেন, বুধবার স্ফ্যাক্স থেকে যাত্রা করার পর তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৩ সুদানি অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ২৭ জন নিখোঁজ রয়েছে।
তিনি আরও জানান, নৌকাটিতে ৪২ জন লোক ছিল। এদের সবাই সুদানি।