পাকিস্তানে ডাকাতের হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। পাকিস্তানের গামব্রো থানা চত্বরে অবস্তিত পুলিশ চেকপোস্টে এক ডজনেরও বেশি ডাকাত হামলা চালায়।
পুলিশ সূত্রে জানিয়েছে, রাতের আঁধারে একদল ডাকাত ঘোটকির উপকণ্ঠে গামব্রো থানার পাঞ্জ মেল চেকপোস্টে হামলা চালিয়ে আলী গোহর দায় ও অশোক কুমার নামে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। এ ঘটনায় অন্য এক কর্মকর্তা আজিজ মিরানি আহত হন। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) শুক্কুর জাভেদ জাসকানি বলেছেন, ‘ডাকাতদের ধরার চেষ্টা করা হচ্ছে।’ ডিআইজি শুক্কুর আরো বলেছেন, সন্দেহ করা হচ্ছে ‘জাগিরানী গ্যাং’নামে পরিচিত একটি দল এই হামলা চালিয়েছে। পুলিশের এনকাউন্টারে কয়েক দিন আগে জাগিরানী গ্যাংয়ের দুই ডাকাত নিহত হয়।