৩০ বছর ধরে সৌদি আরবে টয়লেটের ভিতর প্রস্তুত করা হয় সমুচা ও অন্যান্য স্ন্যাকস। জেদ্দা মিউনিসিপ্যালিটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে।
অনলাইন গালফ নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরব কর্তৃপক্ষ খবর পায় যে জেদ্দা শহরে একটি ভবনে টয়লেটের ভিতর ৩০ বছর ধরে বানানো হয় সমুচা ও অন্যান্য স্ন্যাকস।
এ ছাড়া বিভিন্ন রকম খাবারও প্রস্তুত করা হতো ওই টয়লেটে। এ খবর পেয়ে জেদ্দা মিউনিসিপ্যালটি কর্মকর্তারা দেখতে পান যে, ওই রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ খাবার যেমন মাংস, পনির ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এগুলো দু’বছর আগের। রেস্তোরাঁর ভিতর পাওয়া গেছে পোকামাকড় ও পচাবাসি জিনিসপত্র।