English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক

- Advertisements -

ট্রেন থামিয়ে চালকের চা-বিস্কুট খাওয়ার মতো ঘটনা অনেকেই হয়তো শুনেছেন! কিন্তু এবার সেই মাত্রাও ছাড়িয়ে গেলেন ট্রেনের এক চালক। স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে মদপান করতে চলে গেলেন তিনি। এতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতো হলো যাত্রীদের।

সম্প্রতি ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল (ডিআরএম)।

জানা গেছে, যাত্রীবাহী ওই ট্রেনটি সমস্তিপুর থেকে সহরসায় যাচ্ছিল। মাঝপথে সেটি হাসানপুর স্টেশনে দাঁড়ায় রাজধানী এক্সপ্রেসকে পথ ছাড়ার জন্য। এরপরই সহকারী লোকো চালক করণবীর যাদব ট্রেন থেকে উধাও। একপর্যায়ে রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পর সিগন্যাল দেয়া হলেও যাত্রীবাহী ট্রেনটি দাঁড়িয়েই থাকে।
একটা সময় হাসানপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নিজে ট্রেন না ছাড়ায় চালকের খোঁজ নিতে যান, তিনি হতভম্ব হয়ে যান। কোথায় চালক? এদিকে তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা অনেকেই স্টেশনে নেমে পড়েন। কেন ট্রেন চলছে না তা নিয়ে হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে রেলওয়ে পুলিশ (জিআরপি)। তখন স্টেশনের অদূরেই একটি বাজারে মদ্যপ অবস্থায় দেখতে পাওয়া যায় চালককে। তার তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। পরে রেলওয়ে পুলিশ ওই অবস্থাতেই চালককে গ্রেফতার করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন