English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ট্রেনের চাপায় ভারতে নিহত ৫

- Advertisements -

ভারতে মাঝপথে থামানো একটি ট্রেন থেকে নামার পর একজন নারীসহ পাঁচজন অপর একটি ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন।সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির রাজধানী অমরাবতী থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে শ্রীকাকুলামের কাছে মাঝপথে ট্রেনটি থামানোর পরে যাত্রীরা ট্রেন থেকে নেমেছিলেন।

কর্মকর্তারা জানান, নিহতরা সবাই সেকেন্দরাবাদ-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রী। ট্রেনটি মাঝপথে শ্রীকাকুলাম জেলার একটি গ্রামে থামে। এরপর তারা ট্রেন থেকে নেমে পাশের রেললাইনের যান, তখন তারা বিপরীত দিক থেকে আসা ভুবনেশ্বরগামী কোনার্ক এক্সপ্রেসের সামনে পড়েন।

আহত ব্যক্তিকে শ্রীকাকুলামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তারা ট্রেন থামিয়ে নামল, তা জানতে তদন্তকারীরা তার বক্তব্য রেকর্ড করার জন্য অপেক্ষা করছেন।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। জেলা কর্তৃপক্ষকে ত্রাণ সরবরাহ ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন