নিউ ইয়র্ক থেকে প্যারিসে টিকিট ছাড়া উড়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত এক নারীকে এবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় বাসে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বেতলানা দালি নামের ওই নারী আগের ঘটনার পর আদালতের নির্দেশে গোড়ালিতে লাগানো মনিটর (অ্যাংকল মনিটর) খুলে ফেলে পালানোর চেষ্টা করেন। নিউ ইয়র্কের একটি আদালত তাকে ওই মনিটর পরতে বাধ্য করেছিলেন। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোনো বোর্ডিং পাস ছাড়াই ভ্রমণ করেছিলেন।
এ ছাড়া আদালতে শুনানির সময় তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহর ছেড়ে যেতে পারবেন না। তবে নিউ ইয়র্কে মামলার বিষয়ে বৈঠকের জন্য যাওয়ার অনুমতি পাবেন। দালিকে সোমবার নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে গ্রেপ্তারের পর দালি ফ্রান্সে আশ্রয় চাওয়ার ব্যর্থ চেষ্টা করেছিলেন বলে সিবিএসকে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। চলতি মাসের শুরুতে তাকে নিউ ইয়র্কে ফেরত পাঠানো হয়। সেখানে তাকে হেফাজতে নেওয়া হয় এবং কর্তৃপক্ষের অনুমতি বা সম্মতি ছাড়া বিমানে পরিবহন সুবিধা গ্রহণের’ অভিযোগ আনা হয়। চলতি মাসের শুরুতে তিনি আদালতে হাজির হয়েছিলেন।