টিকা না দেওয়া মানুষদের জন্যও আগামীকাল সোমবার থেকে করোনাবিধি শিথিল করতে চলেছে সিঙ্গাপুর। তবে যাতে সংক্রমণ কম হয় তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং এ কথা জানিয়েছেন।
আর করোনা টিকা দেওয়া আছে এমন মানুষদের সিঙ্গাপুর ভ্রমণে তেমন কোনো বিধি-নিষেধ মানতে হবে না।
সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ টিকা দেওয়া আর টিকা না নেওয়া মানুষদের জন্য যে আলাদা নীতি ছিল তা শিথিল করা হলো।’
তবে ৫০০ লোকের বেশি জমায়েত হয় এমন এলাকার ক্ষেত্রে টিকা না নেওয়া মানুষদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। করোনা সংক্রমণের শুরু থেকেই কঠোর বিধি-নিষেধ মেনে আসছে সিঙ্গাপুর। তবে দেশটি এবার কঠোরতা থেকে প্রায় সম্পূর্ণভাবেই বেরিয়ে আসতে চাইছে।