টিকটকে বিখ্যাত হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের প্লাস্টিক সার্জন ডা. রোক্সি। সম্প্রতি তিনি অপারেশনের সরাসরি সম্প্রচার করেন। এর মধ্য দিয়ে রোগিদের ক্ষতি করা হচ্ছে- এই মর্মে বুধবার তার মেডিকেল লাইন্সে স্থায়ীভাবে বাতিল করেছে স্টেট মেডিকেল বোর্ড। ডা. রোক্সির পুরো নাম ডা. ক্যাথারিন রোক্সানে গ্রাউ ওরফে ডা. রোক্সি। মেডিকেল বোর্ডের অভিযোগ, তিনি রোগির মানসম্পন্ন যত্ন নিতে ব্যর্থ হয়েছেন টিকটক ডকুমেন্ট করতে গিয়ে। এর আগে ২০২২ সালের নভেম্বরে তার লাইসেন্স সাময়িক স্থগিত করে বোর্ড। কিন্তু বুধবার যে সিদ্ধান্ত নিয়েছে তারা, তাতে তিনি ওহাইওতে আর কখনো প্রাকটিস করতে পারবেন না। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।
বোর্ড সদস্যরা বলেছেন, প্রকৃতপক্ষে রোগির দিকে মনোযোগ দেয়ার চেয়ে ডা. রোক্সি বেশি মনোযোগ দিয়েছিলেন সামাজিক মিডিয়ার দিকে। এতে জীবন পাল্টে দেয়ার মতো বড় ভুল হতে পারে। তার ভিডিওতে দেখা যায়, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন ডা. রোক্সি।