পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে লড়তে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিয়েছেন প্রধান দুই দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস।
অভিযোগ উঠেছে, বিজেপি নায়ক-নায়িকাদের বিপুল টাকা দিয়ে দলে ভিড়িয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে শ্যামপুরে বিজেপির প্রার্থী তনুশ্রী চক্রবর্তী বলেন- টাকা নিয়েছি কেউ প্রমাণ করতে পারলে কান কেটে ফেলে দিব।
তিনি বলেন, “আমায় বিজেপি কেন টাকা দেবে? কেন? কেউ প্রমাণ করে দেখাক তো! কান কেটে ফেলে দিব! বললেই হল টাকা নিয়েছি? আমি কেন, দায়িত্ব নিয়ে বলছি, কেউই টাকা নেয়নি।”
তনুশ্রী বলেন, “আসল কথা কেউ বলছে না। মানুষের হাতে টাকা নেই বলে তাদের জিনিসের দাম বেশি মনে হচ্ছে। পশ্চিমবঙ্গে টাকা কেন নেই, সেই প্রশ্নটা আগে করুন। দিদিকে ভোট দিয়েছিলেন মানুষ পশ্চিমবঙ্গে কাজ হবে এই আশায়। কোথায় হল? ব্যবসায়ীরা কেউ পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহীই নয়। টাকাই তো নেই!”