এলোপাতাড়ি গুলি চালানো হলো নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনস্থল টাইমস স্কয়ারে। ব্যস্ত এ এলাকায় এই হামলায় এক শিশু ও দুজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। তারা ম্যানহাটনের হাসপাতালে চিকিৎসাধীন।
কে বা কারা কেন গুলি চালাল বিষয়টি এখনও স্পষ্ট নয়। সন্ত্রাসের আতঙ্ক ছড়াতে কোনও বন্দুকধারীর হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করছে নিউ ইয়র্ক পুলিশ।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৫৫৫ মিনিটে এ হামলা চালানো হয়।
কোভিড পরিস্থিতিতে জনপ্রিয় টাইমস স্কোয়্যারে পর্যটকদের আনাগোনা না থাকলেও বেশ ব্যস্ত ছিল এই এলাকা। হঠাৎ সেভেনথ অ্যাভিনিউ এবং ৪৪ স্ট্রিটের সংযোগস্থল থেকে গুলির আওয়াজ ভেসে আসে বলে স্থানীয় সূত্রে দাবি। সন্ত্রস্ত হয়ে পড়েন আশপাশের সবাই। ঘটনাস্থলে ছুটে যেতেই দেখা যায়, এক শিশুসহ তিনজন রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে ম্যানহাটনের হাসপাতালে পাঠানো হয়। বিপদমুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন তারা।
নিউইয়র্ক পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কীভাবে এ ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।