শক্তিশালী টাইফুন হেইশেন ঘণ্টায় ১৬০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে জাপানের দিকে ধেয়ে যাচ্ছে। স্থানীয় সময় রবিবার বিকেলে শক্তিশালী এই ঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছেন জাপানি কর্মকর্তারা।
ঝড়ের কারণে সতর্কতা হিসেবে দুই লাখের বেশি মানুষকে উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, রবিবার ঝড়টি জাপানের কিউশু এলাকা অতিক্রম করবে এবং সোমবার এটি দক্ষিণ কোরিয়ায় আঘাত হানবে। ঝড়ের কারণে জাপানের পশ্চিমের কারখানা, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্কতা তারা জারি করছেন না। তবে প্রবল বৃষ্টি ও উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের কারণে বাসিন্দাদের ‘সবচেয়ে গুরুতর সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া বিভাগের পরিচালক ইয়োশিহিসা নাকামতো সাংবাদিকদের জানিয়েছেন, উঁচু ঢেউয়ের কারণে নিম্ম এলাকাগুলো প্লাবিত হতে পারে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন