সুপারটাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো ৮৯ জন। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি।
এই চারটি দেশের সরকারি হিসাবে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, ৬৫ হাজারেরও বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলমান রয়েছে।
এর আগে শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩।
বন্যায় দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেন্দ্রীয় অঞ্চলের বিশাল নিম্নাঞ্চল, বিশেষ করে রাজধানী নেপিদোর আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে।
এএফপি জানিয়েছে, হিমালয়ের ঢালু অঞ্চলে ভূমিধসের খবর পাওয়া গেছে। তবে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।
রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিত্তুং ও বাগো নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পানির স্তর কমতে পারে বলে আশা করা হচ্ছে।