ভারতে মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান ঝড়ের কবলে পড়ার ঘটনা ঘটেছে। মুম্বাই থেকে অণ্ডাল দুর্গাপুরগামী বিমান প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে রানওয়েতে অবতরণের সময় সমস্যায় পড়ে।
আনন্দবাজার জানায়, অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় প্রবল ঝাঁকুনি খায় বিমানটি। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়।
রোববার সন্ধ্যায় স্পাইসজেটের বিমানটি মুম্বাই থেকে অণ্ডালে রানওয়েতে নামে। সে সময় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ছিল। এতে বিমানটি প্রবল ঝাঁকুনি খেলে আহত হন যাত্রীরা।