ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের দাবি, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো নিজেদের বিপর্যয় ডেকে আনছে।
তিনি বলেছেন,‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোই বেশি ক্ষতির সম্মুখীন হবে। নিষেধাজ্ঞার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি বৈশ্বিক বাজারেও নামতে পারে বিপর্যয়।’
পুতিন আরও বলেছেন, ‘আমরা জানি ইউরোপ রাশিয়ার জ্বালানির বিকল্প খোঁজার চেষ্টা করছে। তবে আমার মনে হয়, এই পরিণতিতে গ্যাসের দাম আরও বাড়বে, আর গ্রাহক পর্যায়ে জ্বালানির খরচও অনেক বেড়ে যাবে।’
পুতিনের দাবি, পশ্চিমারা তাদের ক্ষতির কথা এরইমধ্যে স্বীকার করে নিয়েছে। আর সেই ক্ষতির পরিমাণ ১.৮ ট্রিলিয়ন ডলার।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা পুতিনের জন্য সাপে বর হয়েছে। কেবল চীন ও ভারতের কাছে গেল তিন মাসে রাশিয়া ২৪ বিলিয়ন ডলারের জ্বালানি বিক্রি করেছে। আর্থিক বিচারে গত বছরের তুলনায় যা ১৩ বিলিয়ন ডলার বেশি।