ইরান সমর্থিত হুতি গোষ্ঠী একাধিকবার লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ‘বাণিজ্যিক জাহাজ স্বাধীন চলাচলের জন্য হুমকি’।
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সুলিভান সাংবাদিকদের বলেন, এই হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়, এই অঞ্চল এবং সারা বিশ্বের অংশীদারদের সাথে কাজ করছে।
তিনি বলেন, হুথিরা ট্রিগার টানছে। বলতে গেলে ইরান তাদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান আরও বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কয়েক মাস সময় লাগবে। এটা নিয়ে জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে কোনো মতবিরোধ নেই।