জার্মানির সাত বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এতে অন্তত তিন লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছে। জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিমানবন্দরকর্মীরা এ ধর্মঘট পালন করছে। খবর রয়টার্সের।
এদিকে জার্মানিতে শুরু হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন। ধারণা করা হচ্ছে, বিভিন্ন দেশের ৪০ রাষ্ট্রপ্রধান ও ৬০ জনের বেশি মন্ত্রী এতে অংশ নেবেন।
এমন পরিস্থিতিতে এরই মধ্যে বিপাকে পড়েছেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এখন তাকে বাধ্য হয়ে অস্ট্রিয়া যেতে হবে। সেখান থেকে গাড়িযোগে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে মিউনিখ যাবেন তিনি।