জার্মানির বার্লিনের ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
শহরটির জরুরি সেবাদাতা কর্মকর্তারা জানিয়েছেন, এখন ঘটনার কারণ পরিষ্কার নয়। বোঝা যাচ্ছে এটা ঠিক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে চালানো হামলা।
এক পুলিশ মুখপাত্র বলেছেন, ঘটনার সাথে জড়িত চালককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর বা আশঙ্কাজনক মানুষও আছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মানুষদের চাপা দেওয়ার পর গাড়িটি একটি দোকানে সাথে আছড়ে পড়ে।