মানুষের ওপর হামলা চালানো একটি বানর দলের এক সদস্যকে ধরে মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে জাপানের ইয়ামাগুচি কর্তৃপক্ষ।
জানানো হয়েছে, ওই বানর দলের হামলায় এরইমধ্যে ৫০ জন মানুষ আহত হয়েছে। এখনও হামলা অব্যাহত আছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্পেশাল কমিশনের কর্মীরা, স্থানীয় একটি স্কুলের কাছে ওই বানরটির সন্ধায় পায় এবং ধরে ফেলে। স্থানীয়দের বর্ণনার সাথে মিলিয়ে তারা নিশ্চিত হয় যে, ওই বানরটি আক্রমণকারী দলেরেই সদস্য।
আক্রমণের শুরুর দিক থেকেই বানর দলটিকে খুঁজে বেড়াচ্ছে কর্তৃপক্ষ। যদিও বানরদলের আক্রমণে এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি।
বানর দলের বাকি সদস্যদের ধরতে এখনও অভিযান অব্যাহত রয়েছে।