জাপানে ক্ষমতাসীন দলের আইন প্রণেতা ইয়োশিতাকা ইকেদা (৫৭) ও তাঁর ৪৫ বছর বয়সী সেক্রেটারি রাজনৈতিক তহবিল নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের সন্দেহে রবিবার গ্রেপ্তার হয়েছেন। তাঁর সেক্রেটারি ইকেদাও (৪৫) গ্রেপ্তার হয়েছেন। জিজি প্রেসসহ জাপানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি প্রসিকিউটররা এই তহবিল কেলেঙ্কারিতে রবিবার প্রথম কাউকে গ্রেপ্তার করলেন।
প্রতিবেদন অনুসারে, ইকেদার বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ৪৮ মিলিয়ন ইয়েন (তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলার) গ্রহণের সন্দেহ রয়েছে। টোকিওর পাবলিক প্রসিকিউটররা গত মাসে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অফিসে অভিযান চালানোর পর রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ইকেদা এলডিপি থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলে জানা গেছে। তিনি দলের বৃহত্তম উপদলের অন্তর্ভুক্ত ছিলেন। এর আগে তিনি গত বছর খুন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সরকারের নেতৃস্থানীয় অবস্থানে ছিলেন।