English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

‘জান্তা সরকার আমাদের পাখির মতো মারছে, তারপরেও বিক্ষোভ অব্যাহত রাখবো’

- Advertisements -

মিয়ানমারে জান্তা সরকার বিক্ষোভকারীদের ওপর ঘরে-বাইরে নির্বিচারে গুলি বর্ষণ করছে। এই বর্বর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাইঙ্গিয়ান শহরের একজন বাসিন্দা বলেন, ‘তারা (জান্তা সরকার) আমাদের পাখির মতো, মুরগির মতো করে মারছে। এমনকি আমাদের বাড়িতে এসে মেরে ফেলছে। তারপরেও আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘শনিবার (২৭ মার্চ) মিয়ানমারে হত্যাকাণ্ড দেখে ওয়াশিংটন আতঙ্কিত হয়ে পড়েছে। একদিনেই শতাধিক মানুষের মৃত্যু এটাই দেখায় যে, কিছু মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের প্রাণ নিচ্ছে জান্তা সরকার। মিয়ানমারের সাহসী জনগণ সেনাবাহিনীর সন্ত্রাসবাদের রাজত্বকে প্রত্যাখ্যান করেছে।’

এদিকে, পর্যবেক্ষণ সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) মিয়ানমারে নিহতের সংখ্যা ৯১ জন বলা হলেও স্থানীয় গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা ১১৪ জন। মিয়ানমারে গত ১ ফেব্রুয়িার সেনা অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষ বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন