জহির খানের রেস্তোরাঁ রয়েছে ভারতের পুনেতে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে সেখানকার লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে আগুন লাগে। সেই হোটেলের এক তলায় ভারতের সাবেক পেসার জহির খানের রেস্তোরাঁ। বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লেগেছে। দমকলের ৬টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।
হোটেলের যে তলায় আগুন লেগেছে সেখানকার দেওয়াল ফেটে ধোঁয়া বেরোচ্ছে। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোনোর পথ পাচ্ছে না। ফলে ভিতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
ওই বাড়িটিতে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানে ঘুমান। তারা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল। তবে মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট করে জানা যায়নি।